রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

এলেন না শাহরুখ, মধ্যরাতে আশাহত হয়ে ফিরলেন সবাই!

রিপোর্টার / ৯ বার
আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মধ্যরাত। দেশজুড়ে লেওয়ালি পালনের ধুমধাম। এর মধ্যেই মুম্বাইয়ে শাহরুখ খানের বাড়ির সামনে জনজোয়ার। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন তাকে দেখবেন বলে। আশা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসেছিলেন। সময় মত এসে তিনি সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেবেন। কিন্তু সেটা আর হল না।
অন্য বছরের মতো শাহরুখ ভক্তদের কাছে বার্ষিক ইভেন্টে পরিণেত হয়েছে ২ নভেম্বর। কারণ, এই দিনেই জন্ম নিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। অন্যবারের মতো এবার উপচে পড়া ভিড়ের অপেক্ষা সার্থক হল না। দেখা দিলেন না বাদশা। সন্ধ্যা থেকেই মানুষের ভিড় মান্নাতের বাইরে। মানুষের ভিড়কে নিয়ন্ত্রণ করতে প্রচুর পুলিশ মোতায়েন ছিল।
জানা গেছে, স্ত্রী গৌরী ও কন্যা সুহানাকে নিয়ে আগেই শাহরুখ গিয়েছিলেন রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়ার দিওয়ালি পার্টিতে। মনে করা হচ্ছে, সেখানেই রানিদের সঙ্গে পার্টি করেছেন ‘কিং’। তবে অনেকেরই ধারণা, সম্প্রতি সালমানের বাড়ির বাইরে গুলো ও বাবা সিদ্দিকির হত্যার ঘটনাকে কেন্দ্র যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে সেদিকে নজর রেখেই শাহরুখ ঝুঁকি নিতে রাজি হননি।
আসলে প্রথমে বন্ধু বাবা সিদ্দিকির হত্যা। তারপর একের পর এক খুনের হুমকি। দেওয়ালির আগে সালমান খানকে ফের খুনের হুমকি দেওয়া হয়েছে। এহেন পরিস্থিতিতে বলিউডে যেন ফের আন্ডারওয়ার্ল্ডের দাপটের সেই আতঙ্কের হাড়হিম দিনগুলো ফিরতে শুরু করেছে। এই পরিস্থিতিতে শাহরুখও সাবধানি হয়েই পরিচিত ‘রিচুয়াল’ থেকে দূরেই রইলেন। এমনটাই মনে করছে ওয়াকিবহাল।
শাহরুখের জন্য গত বছরটা ছিল স্পেশাল। ২০২২ সাল পর্যন্ত শোনা যাচ্ছিল, তিনি নাকি ফুরিয়ে গিয়েছেন। কিন্তু ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দুটি ছবিই হাজার কোটির গণ্ডি পেরিয়েছে। ‘ডাঙ্কি’ ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রদর্শনীও করেছেন শাহরুখ। এবছর কোনও ছবি রিলিজ না করেও পরপর আসা সেই সাফল্যে এখনও মজে রয়েছেন বাদশাহর অনুগামীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর