সোমবার, ১২ মে ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

রিপোর্টার / ২ বার
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে পরিণত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রোববার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এলডিসি স্নাতক কমিটির উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে এলডিসি উত্তরণে দেশের অর্জন ও অগ্রগতি পর্যালোচনা করা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, পুরো বিষয়টি হলো সমন্বয়ের। আমাদের হাতে বিনিয়োগকারী, দাতা সংস্থা এবং উন্নয়ন অংশীদারদের ইতিবাচক মনোভাব ও সমর্থন রয়েছে। এখন প্রয়োজন আমাদের প্রচেষ্টাকে আরও জোরদার করা এবং দ্রুততার সঙ্গে সম্মিলিতভাবে অগ্রসর হওয়া।

অধ্যাপক ইউনূস প্রাতিষ্ঠানিক প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, এলডিসি থেকে উত্তরণ কেবল অর্থনৈতিক সূচকের উন্নয়ন নয়, বরং এটি একটি সমন্বিত ও কার্যকর কৌশলের বিষয়।

তিনি অংশীদারদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

উদাহরণ টেনে বলেন, আমাদের এমন একটি দল দরকার যারা অগ্নিনির্বাপকদের মতো কাজ করবে। হুইসেল বাজলে দ্রুত, দক্ষভাবে এবং বিলম্ব না করে সাড়া দিতে হবে। যতক্ষণ না সমস্যা সমাধান হয়, ততক্ষণ মাঠে থাকতে হবে।

প্রধান উপদেষ্টা জানান, উত্তরণের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় তার কার্যালয় সক্রিয়ভাবে তদারকি করবে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সংশ্লিষ্ট সব কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর