এবার ঈদের ছুটি ১০ দিন!

বছরের ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার। এর জন্য এর আগে দুটি শনিবার অফিস খোলা থাকবে।
মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি থাকছে। এর আগে অবশ্য আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক বন্ধের দিন শনিবার অফিস খোলা থাকবে।
এ বছর চাঁদ দেখা সাপেক্ষে জুনের প্রথম সপ্তাহের শেষে পড়বে ঈদুল আজহা। ঈদের আগে-পরে ১০ দিনের টানা ছুটি পড়লে ঈদযাত্রা নির্বিঘ্ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে ঈদুল ফিতরেও ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ঘোষণা করেছিল সরকার। সেবার ঈদের ছুটির ফাঁকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছিল কর্মদিবস। সরকার নির্বাহী আদেশে সে দিন ছুটি ঘোষণা করে।
এর আগে ২৬ মার্চ ছিল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি, ২৭ মার্চ (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। যারা ২৭ মার্চ ছুটি নিয়েছিলেন, তারা ১১ দিনের ছুটি কাটাতে পেরেছিলেন ঈদুল ফিতরে।
টানা ছুটি পাওয়ায় এবার ঈদুল ফিতর ঘিরে ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন। দেশের বড় বড় মহাসড়কে খুব একটা যানজটের ভোগান্তিতে পড়তে হয়নি মানুষকে। ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি থাকলে একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটবে বলেই প্রত্যাশা করছেন সবাই।