শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

এপ্রিলে ৫৬৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৩

রিপোর্টার / ১১ বার
আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

গত এপ্রিল মাসে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে ৫৬৭টি সড়ক দুর্ঘটনায় ৫৮৩ জন নিহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের গণমাধ্যম পর্যবেক্ষণে এ তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন তুলে ধরে সংগঠনটি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিল মাসে ২১৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৯ দশমিক ২৭ শতাংশ। এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ১৩৮টি সড়ক দুর্ঘটনায় ১৩৬জন নিহত ও ৩৭৭জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে। এপ্রিলে সিলেটে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১জন নিহত ও ৫১জন আহত হয়েছেন।

এ ছাড়া সড়ক দুর্ঘটনায় সংগঠিত ৮৩৯টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ৩০ দশমিক ৩৯ শতাংশ মোটরসাইকেল, ১৭ দশমিক ৬৪ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৩ দশমিক ৭১ শতাংশ বাস, ১৬ দশমিক ৬৯ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৭ দশমিক ৭৪ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৭ দশমিক ২৭ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬ দশমিক ৫৫ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, এ মাসে সংগঠিত মোট দুর্ঘটনার ৩১ দশমিক ৭৪ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৯ দশমিক ১০ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ৩৩ দশমিক ৬৮ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এ ছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৪ দশমিক শূন্য ৫ শতাংশ ঢাকা মহানগরীতে, ১ দশমিক শূন্য ৫ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও শূন্য দশমিক ৩৫ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর