এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন না দিলে আরও কঠোর হবো’

সরকারি চারকিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করে দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপনের দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন চাকরিপ্রার্থীরা।
সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টা থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন তারা। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে চাকরিপ্রার্থীরা দেশের বিভিন্ন জায়গায় থেকে জড়ো হতে থাকেন।
অবস্থান নেওয়া চাকরিপ্রার্থীরা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক মান আলোকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
আফিয়া সুলতানা বলেন, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। এর মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশে প্রবেশ করেছি। কিন্তু সেখানে কেন চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বৈষম্যের শিকার হবো? সব ধরনের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে হবে এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করতে হবে। অতি দ্রুত আমরা প্রজ্ঞাপন চাই।
মুকুল হাসান বলেন, আমরা অতিদ্রুত প্রজ্ঞাপন চাই। আর কোনও টালবাহানা আমরা মানবো না। এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন না দিলে আমরা আরও কঠোর হতে বাধ্য হবো। আমরা বলতে চাই, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমাদের কঠোর হতে বাধ্য করবেন না।
তরিকুল ইসলাম বলেন, ২৪-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আজ এখানে অবস্থান করার কারণ আমাদের প্রজ্ঞাপন বিলম্ব না করে দ্রুত জারি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন না দেবে, আমরা মাঠ ছাড়বো না। আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি, যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, আমরা আবার রাজপথে দরকার হলে রক্ত ঝরাবো। ৩৫ আমাদের অধিকার।