উদ্বোধনীতে থাকবে বিমান বাহিনীর মনোজ্ঞ প্রদর্শনী

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শনিবার (২৫ জুন) বিমান বাহিনীর আয়োজনে এক মনোজ্ঞ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ৩১টি বিমান ও ছয়টি হেলিকপ্টার ডিসপ্লেতে অংশ নেবে। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লাইং ডিসপ্লেতে অংশ নেবে তিনটি মিগ-২৯, দুটি এফটি-৭ বিজি, পাঁচটি এফ-৭ বিজিআই, একটি সি-১৩০জে, ১২টি কে-৮ ডব্লিউ, তিনটি এল-৪১০, পাঁচটি গ্রোব-১২০টিপি, পাঁচটি এমআই-১৭/১৭১ এবং একটি বেল-২১২ মডেলের বিমান ও হেলিকপ্টার। এর মধ্যে কিছু বিমান স্মোক পাস প্রদর্শন ও ফ্লাই পাস্ট এবং বিভিন্ন রকম ডিসপ্লে প্রদর্শন করবে। আর কিছু বিমান পতাকা প্রদর্শন করবে। আর বেল-২১২ মডেলের হেলিকপ্টারটির মাধ্যমে লিফলেট বিতরণ করা হবে বলেও জানানো হয়েছে।