উত্তেজনা নিরসনে ‘আন্তরিক সংলাপ’ যথেষ্ট নয়: পুতিনকে ম্যাক্রোঁ

ইউক্রেন নিয়ে সৃষ্ট উত্তেজনায় শনিবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এসময় তিনি পুতিনকে বলেছেন চলমান উত্তেজনা নিরসনে আন্তরিক সংলাপ যথেষ্ট নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।
এলিসি প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, ম্যাক্রোঁর মস্কো সফরের পর দুই নেতা মিনস্ক চুক্তি বাস্তবায়নের পথ এবং ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন। ৯০ মিনিট ধরে কথা বলেন তারা।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সও পুতিন ও ম্যাক্রোঁর ফোনালাপের কথা জানিয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ ফোনালাপের কথা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি।
গত সপ্তাহে ম্যাক্রোঁ মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। গত বছর ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন শুরুর পর এটিই ছিল পশ্চিমা কোনও নেতার সঙ্গে পুতিনের স্বশরীরে বৈঠক।