ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে নামল সেনাবাহিনী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক-মহাসড়কে নামল বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার থেকে দেশের গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে দায়িত্ব পালন শুরু করেছে বাহিনীটির সদস্যরা।
ট্রাফিক ও হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।
ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট মহাসড়কসহ লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্টে ৩৩ পদাতিক ডিভিশনের তিন শতাধিক সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেনাবাহিনী বাস মালিক ও চালকদের ফিটনেসবিহীন যানবাহন চালানো, অতিরিক্ত গতি, এলোমেলো লেন পরিবর্তন ও ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
পাশাপাশি মহাসড়কের পাশে ভাসমান দোকান বসিয়ে সড়ক সংকুচিত না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। সেনাবাহিনী জানায়, ঈদযাত্রায় কোনো ধরনের বিঘ্ন রোধে প্রয়োজনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করা হবে।