ইসলামী আন্দোলন বিএনপির মতো ভুল করেনি: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের রাজনৈতিক দলটি বিএনপির মতো ভুল করেনি।
সোমবার (০২ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জাতীয় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। সম্মেলনের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এবং রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ দেশে ইসলামের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপগুলোকে যুগান্তকারী হিসেবে বর্ণনা করেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপিকে ১০ ডিসেম্বর সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দিলেও তারা পল্টনের রাস্তা বন্ধ করে সমাবেশের জন্য গোঁ ধরে থেকে শেষ পর্যন্ত গোলাপবাগে গেছে। ইসলামী আন্দোলনও বায়তুল মুকাররমের সামনে সমাবেশ করতে চাইতে পারতো। এতে নামাজের সুবিধা হলেও রাস্তা বন্ধ হয়ে জনগণের ভোগান্তি হতো। তারা সেটা করেনি। বিএনপির মতো ভুল করেনি। এজন্য তাদের ধন্যবাদ।