ইসরায়েলি-হামাস নেতাদের বিরুদ্ধে পরোয়ানা জারির আহ্বান

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও গাজা যুদ্ধের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে ‘জরুরিভাবে’ গ্রেফতারি পরোয়ানা জারি করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খান। শুক্রবার (২৪ আগস্ট) প্রকাশ্য আদালতে দায়ের করা মামলায় বিচারকদের প্রতি তাদের গ্রেফতারি পরোয়ানা যাচাই করার আহ্বানও জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
প্রসিকিউটর করিম খান বলেন, এই কার্যক্রমে যে কোনও অযৌক্তিক বিলম্ব ক্ষতিগ্রস্তদের অধিকারকে আরও ক্ষতিগ্রস্ত করে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় সংঘটিত অপরাধের অভিযোগে হামাসের তিন নেতা ও পরে ইসরায়েলি সেনাবাহিনীর গাজা অভিযানের মাধ্যমে যুদ্ধাপরাধের দায়ে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য মে মাসে আবেদন করেছিলেন করিম খান।
তিন হামাস নেতা হলেন-হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, সামরিক প্রধান মোহাম্মদ আল-মাসরি এবং হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়েহ। জুলাই মাসে ইরানে হানিয়েহ কে হত্যা করা হয়। ইসরায়েল বলেছে, তারা জুলাইয়ে দক্ষিণ গাজায় বিমান হামলায় মোহাম্মদ দেইফ নামে পরিচিত আল-মাসরিকেও হত্যা করেছে। যদিও এ বিষয়ে হামাসের পক্ষ থেকে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।
এদিকে যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইসরায়েল ও ফিলিস্তিনি নেতারা। তাদের বিরুদ্ধে পরোয়ানা চাওয়ায় করিম খানের সমালোচনা করেছেন উভয় পক্ষের প্রতিনিধিরা।