শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :

ইসরায়েলকে ‘সর্বোচ্চ শাস্তি’ দেওয়ার আদেশ বাস্তবায়ন করবে ইরান

ভয়েস বাংলা প্রতিবেদক / ৩৪ বার
আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

ইসরায়েলকে ‘কঠোর শাস্তি’ দেওয়ার যে নির্দেশনা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দিয়েছেন তা বাস্তবায়ন করবে ইরান। শুক্রবার (৯ আগস্ট) দেশটির রেভোল্যুশনারি গার্ডের ডেপুটি কমান্ডার আলি ফাদাভি এই কথা বলেন। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে।
ফাদাভি বলেন, ইসমাইল হানিয়েহকে হত্যার জন্য ইসরায়েলকে সাজা দেওয়ার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন খামেনি। যথাযথভাবে তা বাস্তবায়ন করা হবে।
৩১ জুলাই তেহরানে একটি ক্ষেপণাস্ত্র হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়েহ নিহত হন। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান ও হামাস। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি ইসরায়েল।
ফাদাভির বক্তব্য নিয়ে সাংবাদিকদের করা একটি প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেন, ইসরায়েলকে রক্ষার যথেষ্ট সক্ষমতা আমাদের রয়েছে। এছাড়া এই ধরণের বাগাড়ম্বর আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি এবং ব্যবস্থা নিয়ে থাকি।
১৫ আগস্ট গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে হামাস ও ইসরায়েলকে বৃহস্পতিবার যৌথ আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর। ইসরায়েল এই আলোচনায় অংশগ্রহণের কথা জানালেও এখনও নিশ্চিত করে কিছু বলেনি হামাস। রয়টার্সকে গোষ্ঠীটি জানিয়েছে, আলোচনার জন্য নতুন প্রস্তাবটিকে এখনও অধ্যয়ন করছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর