সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

ইমরান খানের বক্তব্য ভুলভাবে উপস্থানের অভিযোগে সাংবাদিক গ্রেফতার

ভয়েসবাংলা প্রতিবেদক / ৭৬ বার
আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য ভুলভাবে উপস্থানের অভিযোগে পাকিস্তানে একজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, রাওয়ালপিন্ডির আরএ বাজার থানায় সাংবাদিক ওয়াকার সাত্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।  পাকিস্তানের ক্যাবল অপারেটর চৌধুরী নাসির কাইয়ুমের অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয়।

অভিযোগে বলা হয়, অভিযোগকারী ওই ব্যক্তি গত ২৪ আগস্ট ওয়াকার সাত্তি নামের একজনের টুইট দেখতে পান। যেখানে ওয়াকার সাত্তি জানান, কেন তিনি ইমরান খানকে ঘৃণা করেন। অভিযোগকারীর মতে, ওই ব্যক্তি ইসলামকে অসম্মান করেছেন। ওয়াকার সাত্তির টুইটে যে সব শব্দ উল্লেখ করেছে ইমরান খান তার কোনো বক্তৃতায় এ সব শব্দ উল্লেখ করেননি। এমন টুইটে হাজার হাজার মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে।

এদিকে পাকিস্তানে শনিবার এক জ্যেষ্ঠ সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ডন জানায়, ঘটনাটি পাকিস্তানের পাঞ্জাবের টোবা টেক সিং প্রদেশে ঘটে। মুহাম্মদ ইউনিস নামের ওই সাংবাদিক তার মোটরসাইকেলে করে মৌজা মাঙ্গানওয়ালায় যাচ্ছিলেন। তখন একটি মাঠে লুকিয়ে থাকা দুই ব্যক্তি তাকে উদ্দেশ্য করে গুলি চালায়।

ইন্টারন্যাশনাল ফেডেরেশন অফ জার্নালিস্টসের (‌আইএফজে)‌ তালিকা অনুযায়ী, সাংবাদিকদের জন্য পঞ্চম বিপজ্জনক দেশ পাকিস্তান। সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর