শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

আ.লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় নৈশভোজে মার্কিন রাষ্ট্রদূত

ভয়েস বাংলা রিপোর্ট / ৬৯ বার
আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় নৈশভোজে অংশ নিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ‘আনঅফিসিয়াল’ ও ‘সৌজন্যমূলক’ এই ভোজে ছিলেন আওয়ামী লীগের কয়েকজন নেতাও। সোমবার (২৮ নভেম্বর) রাতে শাম্মী আহমেদের গুলশানের বাসায় এই নৈশভোজের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস (ছবি: ফেসবুক থেকে নেওয়া)

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

মঙ্গলবার দুপুরে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে শাম্মী আহমেদ বলেন, ডিনারের দাওয়াত ছিল এটি। আনঅফিসিয়াল ও সৌজন্যমূলক ডিনার। এটিকে বৈঠক বলা যায় না।

নৈশভোজ সূত্র জানিয়েছে, এটি সৌজন্যমূলক হলেও নৈশভোজে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির কথাবার্তার পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন বিষয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের আলোচনা হয়েছে। তবে সেটি সিরিয়াস কিছু নয়, স্বাভাবিক আলোচনা।

শাম্মী আহমেদের বাসায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস (ছবি: ফেসবুক থেকে নেওয়া)

শাম্মী আহমেদের বাসায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস 

জানা গেছে, বরিশালের রেসিপি বেশ মজা করে খেয়েছেন মার্কিন কূটনীতিক ও দূতাবাস কর্মকর্তারা। বিশেষ করে গলদা চিংড়ির স্বাদের প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। নৈশভোজের মধ্যেই দুই পক্ষের মধ্যে কথাবার্তা হয়। এতে শাম্মী আহমেদ ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফও অংশ নেন। আর পিটার হাসের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাথিউ বে।

শাম্মী আহমেদের বাসায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস (ছবি: ফেসবুক থেকে নেওয়া)

শাম্মী আহমেদের বাসায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

মাহবুব-উল আলম হানিফ গণমাধ্যমকে বলেছেন, পিটার হাসের সঙ্গে দুই দেশের সম্পর্ক এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ কিছু বিষয়ে আলাপ হয়। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করা নিয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর