আ.লীগকে পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করবে এনসিপি: নাহিদ

আওয়ামী লীগ ও এর সহযোগী কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে যেকোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখতে সরকারিভাবে নিষেধাজ্ঞা জারির দাবিতে দেশব্যাপী বিক্ষোভের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা দলটি প্রতিহত করবে।
শুক্রবার (২১ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির শীর্ষ দুই নেতা এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
জরুরি সাংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেও এখনো তাদের বিচারিক কার্যক্রম দৃশ্যমান হয়নি। আওয়ামী লীগের বিচারের আগে এই দলের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো পর্যায়ের ব্যক্তি বা গোষ্ঠী যেন তাদের রাজনৈতিক কার্যক্রম করতে না পারে, সেজন্য অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
এনসিপি আহ্বায়ক আরও বলেন, শুধু জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডই নয়; এর আগের শাপলা চত্বরের গণহত্যা, বিচারবহির্ভূত গণহত্যা, ভোট ডাকাতি, গুম, খুনসহ সব অপরাধের প্রকাশ্যে বিচার করতে হবে।
লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি জুলাই গণহত্যাসহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংঘটিত অন্যান্য গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যেকোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার করছে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না— এ বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দাও জানান নাহিদ ইসলাম। রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলে ন, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়। তারা নির্বাচনের মাধ্যমে পরাজিত হয়নি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা পরাজিত হয়েছে। আওয়ামী লীগ পুরোপুরি একটি ফ্যাসিবাদী দল। তাই ফ্যাসিবাদ বিরোধী সব রাজনিতক দল ও গোষ্ঠীকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গা আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের বিচার হওয়া ও নিবন্ধন বাতিলসহ তাদের রাজনৈতিক ও সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা মনে করি যে নির্বাচন বা একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি পুরোটাই রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল বিদ্যমান রাজনৈতিক দলগুলো ও জনগণের। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠানের এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত, প্রস্তাবনা দেওয়ার কোনো এখতিয়ার নেই।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখতে সরকারিভাবে নিষেধাজ্ঞা জারির দাবিতে দেশব্যাপী বিক্ষোভের আহ্বান জানান। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার না হওয়ায় ক্ষোভ জানান তিনি।