আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ পোশাক কারখানা

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় গত কয়েকদিন ধরে চলা টানা শ্রমিক অসন্তোষের মুখে অনির্দিষ্টকালের জন্য ২২টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে ও আজ সকালে কারখানাগুলোতে এই বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। এ ছাড়াও কারখানায় গিয়ে কাজ না করে কর্মবিরতি পালন করায় আরও ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনা, র্যাব মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার থেকে আশুলিয়ার সব কারখানা চালু করলেও অনেকগুলোতে এখন পর্যন্ত শ্রমিকরা কাজ না করে কর্মবিরতি করছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত কারখানায় এসে কাজ না করে কর্মবিরতি করায় ৮টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। অন্যদিকে, টানা আন্দোলনের মুখে ২২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মো. সারোয়ার আলম বলেন, শিল্পাঞ্চলের কোথায় কোনও সহিংসতার ঘটনা নেই। যারা পারছেন কারখানা চালাচ্ছেন, যারা পারছেন না ছুটি দিয়ে দিচ্ছেন। ২২টি কারখানার কর্তৃপক্ষ শ্রমিক অসন্তোষের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এ ছাড়া ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাসায় ফিরে যায়।