রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

আলোচনা ফলপ্রসূ, শিগগির ক্লাসে ফিরছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

ভয়েস বংলা প্রতিবেদক / ২৬ বার
আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে টানা দুই সপ্তাহ সর্বাত্মক কর্মবিরতিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতদিন সরকারের পক্ষ থেকে তেমন সাড়া না থাকলেও শনিবার (১৩ জুলাই) শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ক্ষমতাসীন দলের ছয় নেতা। এ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। তারা বৈঠকে সরকারের মন্ত্রীদের কাছে শিগগির ক্লাসে ফেরার আশ্বাসও দিয়ে এসেছেন।
বৈঠকে অংশ নেওয়া দুজন শিক্ষক নেতা নাম-পরিচয় প্রকাশ না করে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তারা জানান, বৈঠকে মোটামুটি সব বিষয়ে (তিন দফা দাবির) আশ্বস্ত হয়েছি আমরা। প্রত্যয় স্কিমে যেতে এখনো এক বছর বাকি। এসময়ের মধ্যে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল করার জোর পদক্ষেপ নেবে সরকার। অথবা প্রত্যয় স্কিম থাকলেও তাতে শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস পেয়েছেন তারা। এর পরিপ্রেক্ষিতে নিজেরা আলোচনা করে শিগগির ক্লাসে ফেরার ব্যাপারে তারাও সরকারের মন্ত্রীদের আশ্বাস দিয়ে এসেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর