বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন

আর জি কর হাসপাতালের ৫০ চিকিৎসকের গণইস্তফা

রিপোর্টার / ৩ বার
আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ধর্মতলায় চলছে বিক্ষোভ। এ ছাড়া নিজেদের সুরক্ষাসহ ১০ দফা দাবি আদায়ে অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। এই অনশনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মঙ্গলবার হাসপাতালের সিনিয়র ৫০ চিকিৎসক একসঙ্গে ইস্তফা দিয়েছেন। গণইস্তফা দিয়ে বেরোলে তাদের করতালি দিয়ে অভিবাদন জানান জুনিয়ররা।
আর জি কর আন্দোলনে এর আগেও জুনিয়র চিকিৎসকদের সমর্থনে রাস্তায় নেমেছেন সিনিয়র চিকিৎসকরা। প্রতীকী অনশনও করেছেন তারা। এবার তাদের গণইস্তফা নিয়ে এরই মধ্যে তোলপাড় শুরু হয়েছে প্রশাসনে।
রাজ্য সরকারকে দেওয়া চিঠিতে তাদের দাবি, আন্দোলনকারীদের দাবি-দাওয়ার ব্যাপারে সরকার দ্রুত পদক্ষেপ করুক। আমরণ অনশন হলো একেবারে শেষ অস্ত্র। বাধ্য হয়েই জুনিয়র চিকিৎসকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। আজ আড়াই দিন হয়ে গেল তারা অনশন করছেন। কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে না। আমরা চাই সরকার দ্রুত পদক্ষেপ করুক। এখন আমরা গণইস্তফা দিলাম। এর পর আমরা ব্যক্তিগতভাবে ইস্তফার পথেও হাঁটব। খবর- এনডিটিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর