শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

আয়কর রিটার্ন জমার সময় বাড়ছে এক মাস

ভয়েস বাংলা রিপোর্ট / ৬৯ বার
আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীসহ অংশীজনদের দাবির পরিপ্রেক্ষিতে আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে রিটার্ন। বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে জাতীয় আয়কর দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীসহ অংশীজনদের দাবির মুখে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। ৩১ ডিসেম্বরের পর আর সময় বাড়ানো হবে না। তিনি জানান, ২৯ নভেম্বর পর্যন্ত ২২ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি।

এনবিআর চেয়ারম্যান বলেন, জাতীয় বাজেটে যে পরিবর্তন আনা হয়েছে, তাতে আমি বিশ্বাস করি, এ বছর বেশিসংখ্যক করদাতা তাদের আয়কর রিটার্ন জমা দেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী।

এদিকে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, করোনার দীর্ঘমেয়াদি প্রভাব ও চলমান বিশ্ব অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি এবং বর্তমানে শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও সেবা খাত বিরাট চ্যালেঞ্জের মধ্য দিয়ে চলছে। আর্থিক খাতে বিরাজমান পরিস্থিতির কারণে সময়মতো রিটার্ন দাখিল করা অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না বিধায় এক মাস সময় বাড়ানো প্রয়োজন বলে এফবিসিসিআই মনে করে।

চিঠিতে এনবিআর চেয়ারম্যানকে সর্বোচ্চসংখ্যক করদাতা আয়কর রিটার্ন জমা দেওয়ার স্বার্থে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার অনুরোধ করেন এফবিসিসিআই সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর