আমি সবার সঙ্গে কাজ করতে পারি: হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমি সবার সঙ্গে কাজ করতে পারি। অবসরে পাঠানো তথ্য সচিবের বিরুদ্ধে কোনও অভিযোগ-অনুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা জানান।
তিন জন পুলিশ কর্মকর্তাকে অবসর পাঠানো প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তিন জন পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে, সেই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেছেন। উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বলেছেন, তারা কাজ করতেন না। অনেকগুলো কারণ ব্যাখ্যা করেছেন। আমর মনে হয় না, সেটা নিয়ে আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে। তিনি বলেন, কোনও কর্মকর্তার বিরুদ্ধে যখন এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়, তখন নিশ্চয়ই কোনও না কোনও কারণ থাকে। সেই কারণ অবশ্য আমার জানা নাই।
মন্ত্রী বলেন, আমার মন্ত্রণালয়ের সচিবকে অবসরে পাঠানোর অন্তর্নিহিত কারণ আমি জানি না। কারণ ছাড়া তো এ ধরনের সিদ্ধান্ত হয় না। কারণ নিশ্চয়ই আছে। এখন কারও ব্যাপারে আমর অভিযোগ-অনুযোগ নেই। আমি সবার সঙ্গে কাজ করতে পারি।