আমাদের টাইম লাইন ডিসেম্বর, সেভাবেই কাজ করছি: সিইসি

ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্যতা বিবেচনায় রেখেই নির্বাচন কমিশন কাজ করে চলেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
তিনি বলেন, ডিসেম্বরকে মাথায় রেখে আমরা এগোচ্ছি। আমাদের টাইম লাইন ডিসেম্বর, এটা মাথায় রেখে কাজ করছি। ডিসেম্বরে নির্বাচন করতে অক্টোবরে তফসিল দিতে হবে। টাইম লাইন যেন মিস না করি, সেভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি।
সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।
নির্বাচনের ট্রেনে উঠেছেন কি?— এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা দিয়েছেন সেদিন থেকে আমারা জাতীয় নির্বাচন প্রস্তুতি নিয়ে কাজ করছি। জাতীয় নির্বাচনের ঘোষণা কিন্তু প্রধান উপদেষ্টা দেবেন।
সিইসি আরও বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। আমরা আমাদের প্রস্তুতি জানিয়েছি। আমরা তাদের কাছে সহায়তা চেয়েছি। প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চেয়েছি। তারা আমাদের সহায়তা করতে চান। কী ধরনের সহযোগিতা লাগবে তারা জানতে চেয়েছেন।
নাসির উদ্দীন আরও বলেন, উনারা জানতে এসেছিলেন সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে। আমরা কোন পর্যায়ে আছি, কী ধরনের প্রস্তুতি চলছে— এগুলো উনারা জানতে চান।
বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে যুক্তরাজ্য সহায়তা করতে চায় বলে সারাহ কুক জানিয়েছেন নির্বাচন কমিশনকে। সিইসি বলেন, বিদেশি পর্যবেক্ষক সম্পর্কেও তারা জানতে চেয়েছেন। আমরা সব কিছু জানিয়েছি। ভোটার নিবন্ধন ও পার্টির নিবন্ধন বিষয়েও আমরা জানিয়েছি। আমরা বলেছি, বিদেশি পর্যবেক্ষক নিয়োগের কাজ সময়মতো করব।