১০ জুন থেকে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর ঘোষণা সালাউদ্দিনের

দেশে প্রথমবারের মতো মেয়েদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ আয়োজনের ঘোষণা দিয়েছিল বাফুফে। গত ১৫ মে হওয়ার কথা থাকলেও তা আদতে মাঠে গড়াতে পারেনি। গুঞ্জন উঠেছিল, নারীদের নিয়ে লিগ না-ও হতে পারে। আজ সোমবার (২৯ মে) বাফুফের জরুরি সভা শেষে সভাপতি কাজী সালাউদ্দিন নতুন করে লিগ শুরুর ঘোষণা দিয়েছেন। আগামী ১০ জুন থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়ানোর নতুন তারিখ নির্ধারণ হয়েছে।
জরুরি সভা শেষে সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ওমেন্স ফ্র্যাঞ্চাইজি লিগ ১০ জুন থেকে শুরু হবে। ১২ দিনে হবে ১৩টি ম্যাচ। এটা এখন বলা দরকার যে ফিফা উইন্ডোতে লিগ করছি যেন বিদেশি খেলোয়াড় আসতে পারে। নাহলে আসতে পারবে না। চার দল নিয়ে হবে।
মেয়েদের লিগটা পরীক্ষামূলক হিসেবে এই বছর আয়োজন করছে বাফুফে। এটা ফলপ্রসূ হলে সামনের দিকে নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছেন সালাউদ্দিন, আপাতত এক বছরের জন্য হবে। যদি দেখা যায় এটা ফলপ্রসূ হয়েছে তাহলে ৫ থেকে ১০ বছরের জন্য করার চিন্তা থাকবে। এখন আপাতত ট্রায়াল বেসিস হবে।
এই লিগের স্বত্ত্ব কিনেছে কে স্পোর্টস। তারা এর জন্য বাফুফেকে ২০ লাখ টাকা দেবে। সেই টাকা অনূর্ধ্ব-১৭ সাফে সাফল্য পাওয়া মেয়েদের দেওয়া হবে বলে সালাউদ্দিন জানালেন, ‘ওরা ২০ লাখ টাকা দেবে। অনূর্ধ্ব-১৭ দল যারা সাফে চ্যাম্পিয়ন (আসলে রানার্সআপ হয়েছে) হয়েছে, তাদেরকে বোনাস দিতে পারিনি। এটা যেন তাদেরকে দেওয়া হয়।
১২ দিনের মধ্যে বিদেশি খেলোয়াড় এনে লিগ আয়োজন সম্ভব কি না প্রশ্নে সালাউদ্দিনের জবাব, তাদের প্রস্তুতি আছে বলেই তারিখ দেওয়া হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো মেয়েদের ডিম্যান্ড এটা যেন হয়। বাফুফে দেখবে এই লিগ আয়োজনে কোনও বদনাম যেন না হয়। লজিস্টিক সাপোর্ট তো আছেই।