আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহও

টেস্ট আর টি-টুয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন আগেই। এবার ওয়ানডেকেও না বলে দিলেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এর মধ্যদিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকেই অবসর নিয়ে নিলেন তিনি।
বুধবার (১২ মার্চ) রাত ৮টা ২১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে অবসরের এ বার্তা দেন তিনি।
মাহমুদউল্লাহ লিখেছেন, সকল প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সব সতীর্থ, কোচ ও বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সবসময় সমর্থন করেছেন।
পরিবারের সদস্যদের প্রতিও মাহমুদউল্লাহ কৃতজ্ঞতা জানিয়েছেন বিদায়ী স্ট্যাটাসে। লিখেছেন, আমার মা-বাবা ও শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে শ্বশুরকে অনেক ধন্যবাদ জানাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন আমার ভাই এমদাদ উল্লাহ, যিনি ছোটবেলা থেকে সবসময়ের জন্য কোচ ও মেন্টার হিসেবে আমার পাশে ছিলেন।
‘সবশেষে আমি ধন্যবাদ জানাই আমার স্ত্রী ও সন্তানদের, যারা যেকোনো ধরনের পরিস্থিতিতে আমাকে সার্বক্ষণিক সমর্থন দিয়ে গেছেন। আমি জানি, রাইদ আমাকে লাল-সবুজের জার্সিতে মিস করবে,’— লিখেছেন রিয়াদ।
মাহমুদউল্লাহ তার বিদায়ী বার্তা শেষ করেছেন এভাবে— সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না। কিন্তু যাই ঘটুক, হ্যাঁ বলে সামনে এগিয়ে যেতেই হয়। শান্তি… আলহামদুলিল্লাহ। আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’
জাতীয় দলের হয়ে ২৩৯টি ওয়ানডে তথা একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ৩৬ দশমিক ৪৬ গড়ে সংগ্রহ করেছেন ৫ হাজার ৬৮৯ রান। স্ট্রাইক রেট ৭৭ দশমিক ৬৪।
ওয়ানডেকে বিদায় মুশফিকের
এই ফরম্যাটে তার শতরানের ইনিংস ৪টি, অর্ধশতক ৩২টি। এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন অপরাজিত ১২৮। বল হাতে এই ফরম্যাটে ৮২টি উইকেটও রয়েছে তার ঝুলিতে। সেরা বোলিং ফিগার ৪ রানে ৩ উইকেট। ইকোনমি রেট ৫ দশমিক ২১।
এর আগে গত ৫ মার্চ ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এবার মাহমুদউল্লাহর বিদায়ের মাধ্যমে দেশের ক্রিকেটের এক অধ্যায়ের সমাপ্তি ঘটল। মাশরাফি বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ— বাংলাদেশের ক্রিকেটে ‘পঞ্চপাণ্ডব’ হিসেবে পরিচিত কেউই আর টি-টুয়েন্টি বা ওয়ানডে ক্রিকেটে থাকলেন না। মুশফিক শুধু রয়ে গেছেন টেস্ট ক্রিকেটে।