রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

আধুনিক ও প্রযুক্তি নির্ভর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

ভয়েস বাংলা প্রতিবেদক / ৪৬ বার
আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা শ্রেণী আছে যারা সব সময় ভালো কাজে বাধা দেয়। পদ্মা সেতু নির্মাণের সময় তারা বাধা দিয়েছে, মেট্রোরেল করার ক্ষেত্রেও তাদের বাধা এসেছিলো।

সোমবার (৯ জানয়ারি ২০২৩) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মেট্রোরেল ব্যবহারে সবাইকে নিয়ম মেনে চলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে মেট্রোরেল ব্যবহার করতে হবে। আগামিতে আরো আধুনিক ও প্রযুক্তি নির্ভর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিমানবন্দর এলাকার যানজট নিরসনের বিষয়ে তিনি বলেন, বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেয়া হবে ৷

মেট্রোরেল ব্যবহারে সবার মধ্যে জনসচেতনতা তৈরি করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই যেন যত্ন নিয়ে এটি ব্যবহার করেন সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনসচেতনতা সৃষ্টিতে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব জানান, এটি নতুন বছর ২০২৩ সালের প্রথম এবং বর্তমান সরকারের ১০৮তম মন্ত্রিসভা বৈঠক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।09-01-23-PM_Cabinet Meeting-3

মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন হয়েছে। এটি নিয়ে মানুষের বিপুল আগ্রহ নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন—এর ব্যবহারে সচেতন হতে প্রচারণা চালানোর জন্য। সার্বিক যত্ন নিয়ে যেন আমরা মেট্রোরেল ব্যবহার করি, সে বিষয়ে জনসচেতনতা তৈরি করতে বলেছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, সীমিত পরিসরে চলাচলের মাধ্যমে গত ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেল যাত্রী পরিবহন শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর