রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

আইপিএল রোমাঞ্চকর ম্যাচ: ধোনির চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন

ভয়েস বাংলা রিপোর্ট / ৩৩ বার
আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

৪ উইকেটে ২১৪ রানের বড় পুঁজি নিয়েও আইপিএল শিরোপা ধরে রাখতে পারেনি গুজরাট টাইটান্স। উল্টো মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে ৫ উইকেটে হারের স্বাদ পেতে হয়েছে। শিরোপা হাতছাড়া হওয়ায় পরাজিত অধিনায়ক হিসেবে পান্ডিয়ার হতাশা প্রকাশ করার কথা। কিন্তু সাবেক ভারতীয় অধিনায়কের শিরোপা জয়ে তিনি বলেছেন, ‘যদি হারতেই হয়, ধোনির কাছে হারাই ভালো।

আরেকটি আইপিএলে খেলতে চান ধোনি, তবে...

রিজার্ভ ডেতে গড়ানো ফাইনালেও হানা দেয় বৃষ্টি। চেন্নাইকে ব্যাট করতে হয় কার্টেল ওভারে। তার পর তো সমাপ্তিটা হয়ে দাঁড়ায় রোমাঞ্চকর। শেষ দুই বলে ১০ রান প্রয়োজন ছিল। সেখানে একটি ছয় আর চার মেরে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। দলের পরাজয়ের পরও সেটা হাসিমুখে মেনে নিয়েছেন হার্দিক পান্ডিয়া। কারণ প্রতিপক্ষ যে তারই পথপ্রদর্শক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক। যার জন্য আনন্দ-ই হচ্ছে তার, ‘হারলেও ধোনির জন্য অনেক ভালো লাগছে। নিয়তি এটা ধোনির জন্য লিখে রেখেছিল। গতবার আমি বলেছিলাম সাধারণত ভালো মানুষের সঙ্গে ভালো কিছুই ঘটে। আমার দেখা সবচেয়ে অসাধারণ মানুষ ধোনি। সৃষ্টিকর্তা আমার প্রতিও সদয় থাকে। কিন্তু আজ (গতকাল) ধোনির প্রতি একটু বেশিই সদয় ছিল।

টসের আগে প্রতিপক্ষ অধিনায়ক হার্দিকের সঙ্গে ধোনির খুনসুটি

শুরুতে টাইটান্স ৪ উইকেটে ২০ ওভারে ২১৪ রান সংগ্রহ করেছিল। কিন্তু বৃষ্টির হানায় পরে ১৫ ওভারে চেন্নাইয়ের লক্ষ্যটা নেমে আসে ১৭১ রানে। হার্দিকের কাছে প্রশ্ন করা হয়েছিল বৃষ্টি তাদের জয়ের সম্ভাবনায় প্রভাব ফেলেছে কিনা। জবাবে গুজরাট অধিনায়ক বলেছেন, ‘আমি আসলে অজুহাত দেওয়ার মতো মানুষ নই। চেন্নাই আমাদের চেয়ে আজ ভালো ক্রিকেট খেলেছে। ওরা যেভাবে ব্যাট করছে সেটা ছিল আশ্চর্যজনক। সাই সুদর্শনের কথাও বলতে হয়। এই পর্যায়ে তরুণ হিসেবে অসাধারণ ইনিংস উপহার দিয়েছে। তার জন্য শুভকামনা রইলো।

টুর্নামেন্টে কে কত পেলো

চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস: ২৫ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার টাকা

রানার্স আপ গুজরাট টাইটান্স: ১৬ কোটি ৮৬ লাখ ২৯ হাজার টাকা

প্রথম রানার্স আপ মুম্বাই ইন্ডিয়ান্স: ৯ কোটি ৮ লাখ টাকা

দ্বিতীয় রানার্স আপ লখনউ সুপার জায়ান্টস: ৮ কোটি ৪৩ লাখ ১৪ হাজার টাকা

ইমার্জিং প্লেয়ার জশ্বস্বী জয়সওয়াল: ২৫ লাখ ৯৪ হাজার টাকা

মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার শুবমান গিল:  ১৫ লাখ ৫৬ হাজার টাকা

গেম চেঞ্জার শুবমান গিল: ১৫ লাখ ৫৬ হাজার টাকা

পারর্পল ক্যাপ তথা সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ সামি (২৮ উইকেট): ১৯ লাখ ৪৫ হাজার টাকা

অরেঞ্জ ক্যাপ তথা সর্বোচ্চ রান সংগ্রাক শুবমান গিল (৮৯০ রান): ১৯  লাখ ৪৫ হাজার টাকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর