অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনার লড়াই শুরু আজ

প্যারিস অলিম্পিকের পর্দা উঠবে ২৬ জুলাই। তার আগেই ফুটবলের লড়াই শুরু হয়ে যাচ্ছে আজ বুধবার। উদ্বোধনী দিনে সন্ধ্যা ৭টায় আর্জেন্টিনা-মরক্কো মুখোমুখি।
অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের নিয়ে দলগুলো অংশ নিয়ে থাকে। বেশি বয়সী খেলোয়াড় হিসেবে থাকতে পারেন তিনজন।
দুইবারের সোনা জয়ী আর্জেন্টিনা ‘বি’ গ্রুপে খেলছে। সেখানে তাদের সঙ্গে রয়েছে মরক্কোর, ইরাক ও ইউক্রেন।
২০০৪ ও ২০০৮ সালে সোনা জেতা আর্জেন্টিনা সর্বশেষ দুই আসরে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। হয়েছে তৃতীয়। এবার তাই সাফল্য পেতে মরিয়া হাভিয়ের মাসচেরানোর দল। তবে এবার বড় তারকা লিওনেল মেসি দলটিতে নেই। বেশি বয়সী ও অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে রয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী দলের সদস্য হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি ও জেরোনিমো রুলি। সম্প্রতি কোপা আমেরিকা জয়ী দলটিরও সদস্য ছিলেন তারা। তাদের মধ্যে ওতামেন্দির বয়স ৩৬।
অপর দিকে, মরক্কো কখনও গ্রুপ পর্বই পার হতে পারেনি। তৃতীয় হয়েই বিদায় নিয়েছে। সাম্প্রতিক সময়ে চমক জাগানো দলটি এবার সেই ধারাবাহিকতায় নতুন ইতিহাস লিখতে চাইবে। কাতার বিশ্বকাপে সবার প্রত্যাশা ছাড়িয়ে সেমিফাইনালে খেলে ইতিহাস গড়েছে তারা।
দলটিতে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে আছেন পিএসজির আশরাফ হাকিমি, সোফিয়ানে রাহিমি ও মুনির মোহামেদি।
ফুটবলে একই দিন মুখোমুখি হচ্ছে স্পেন-উজবেকিস্তানও। গ্রুপ ‘সি’ এর এই ম্যাচটাও শুরু সন্ধ্যা ৭টায়।