রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন

অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সের রেলওয়েতে হামলা

ভয়েস বংলা প্রতিবেদক / ১২ বার
আপডেট : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

ফ্রান্সে দ্রুত গতির রেল নেটওয়ার্কে ধারাবাহিকভাবে সমন্বিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুলাই) প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে, এ ধরনের হামলার ঘটনা ঘটলো। রেলওয়ের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে সেগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে হামলাকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা এসএনসিএফের এক অপারেটর জানিয়েছে, প্যারিসকে উত্তরে লিলি, পশ্চিমে বোর্দো এবং পূর্বে স্ট্রাসবার্গের মতো শহরগুলোর সঙ্গে সংযোগকারী লাইন বরাবর স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে হামলাকারীরা। এর ফলে অন্তত তিনটি অঞ্চল- আটলান্টিক, উত্তর ও পূর্বাঞ্চলের দ্রুত গতির রেললাইন মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফরাসি রেলওয়ে কোম্পানি এসএনসিএফ বলেছে, দ্রুতগতির রেল নেটওয়ার্ককে অচল করে দিতেই বড় ধরনের এই হামলা চালানো হয়েছে। স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত করার জন্য ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছিল।
এসএনসিএফ গ্রুপের সভাপতি জানিয়েছেন, এর ফলে প্রায় ৮ লাখ যাত্রী রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ট্রেনের এই নেটওয়ার্কটি অলিম্পিক গেমসের জন্যই প্রস্তুত করা হয়েছিল। যদিও কর্তৃপক্ষ এখন যত তাড়াতাড়ি সম্ভব নেটওয়ার্কটি ঠিক রাখার জন্য শত শত কর্মীকে একত্রিত করার দিকে নজর দিচ্ছে। তারপরও অনেকগুলো পথে রেল চলাচল বন্ধ রাখতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগব্যবস্থাকে মেরামত করতে কমপক্ষে পুরো সপ্তাহ লেগে যাবে বলে ধারণা কর্তৃপক্ষের।
যাত্রীদের নির্ধারিত যাত্রা স্থগিত করার জন্য আহ্বান জানিয়েছে এসএনসিএফ। তাদের রেল স্টেশনে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এবার অলিম্পিকে ৭ হাজার অ্যাথলেট এবং তিন লাখ দর্শক অংশ নিচ্ছে। অলিম্পিক অনুষ্ঠান সুরক্ষিত করতে ব্যাপক নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে। অনুষ্ঠান ঘিরে ৪৫ হাজারের বেশি পুলিশ, ১০ হাজার সেনা ও দুই হাজারের বেশি ব্যক্তিগত নিরাপত্তা এজেন্ট মোতায়েন করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কেউ। এ ঘটনার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতারও ইঙ্গিত পাওয়া যায়নি। তবে দেশটির পরিবহনমন্ত্রী প্যাট্রিস ভারগ্রিয়েট এই কাজকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। ভাঙচুরের নিন্দা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া-কাস্তেরাও।
প্যারিসের পুলিশ প্রধান বলেছেন, রাজধানীর প্রধান স্টেশনগুলিতে নিরাপত্তা আরও জোরদার করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর