অলিম্পিকে সেরা টাইমিং পেলেন বাংলাদেশের আরিফুল

ফ্রান্সে আইওসির বৃত্তি নিয়ে উচ্চতর প্রশিক্ষণে আছেন বাংলাদেশের সাঁতারু আরিফুল ইসলাম। সেখান থেকে টোকিও অলিম্পিকে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে গেছেন। আজ (শুক্রবার) ছেলেদের ৫০ মিটার ফ্রি-স্ট্রাইলে আরিফুল অবশ্য খারাপ করেননি। চূড়ান্ত রাউন্ডে খেলতে পারবেন না ঠিক, তবে অলিম্পিকেই পেয়েছেন নিজের ক্যারিয়ারসেরা টাইমিং।
টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ছেলেদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে হিটে আট প্রতিযাগীর মধ্যে তৃতীয় হয়েছেন আরিফুল। সময় নিয়েছেন ২৪.৮১ সেকেন্ড। এটা তার ক্যারিয়ারসেরা টাইমিং। আগের সর্বোচ্চ টাইমিং পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে। সেবার আরিফুল সময় নিয়েছিলেন ২৪.৯২ সেকেন্ড। টোকিও অলিম্পিকে হিটে গ্রেনাডা ও ভারতের সাঁতারু ছিলেন আরিফুলের ওপরে। হিট থেকে ১৬ জন সাঁতারু সেমিফাইনালে খেলবেন। সেক্ষেত্রে আরিফুলের চূড়ান্ত রাউন্ডে জায়গা করে নেওয়ার কোনও সুযোগই নেই। সব মিলিয়ে ৭৩ সাঁতারুর মধ্যে আরিফুল হয়েছেন ৫১তম।