অর্থমন্ত্রীর প্রশ্ন পৃথিবীর কোন দেশে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা প্রবেশ করে?

পৃথিবীর কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা প্রবেশ করেন, সাংবাদিকদের কাছে এমন প্রশ্ন রেখেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রবিবার (২৬ মে) সচিবালয়ে অর্থমন্ত্রীর নিজ দফতরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিচালক ড. কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ান সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাল্টা এই প্রশ্ন রাখেন অর্থমন্ত্রী।
সাংবাদিকরা বলেন, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে সব তথ্য থাকে। আমাদের ব্যাংকের ওয়েবসাইটে সেসব তথ্য থাকে না। আমাদের কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে যদি সেসব দেশের মতো সব তথ্য পাওয়া যায়, তাহলে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের ধারেকাছেও যাবে না।
সাংবাদিকরা অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন, বাংলাদেশ ব্যাংকে কি সাংবাদিকরা কখনও প্রবেশ করতে পারবে না? জবাবে অর্থমন্ত্রী বলেন, সেটি বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত। তিনি বলেন, গভর্নর সরকারেরই একটি অংশ। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অর্থসচিব ছিলেন। ইদানীং তার সম্পর্কে যা বলা হচ্ছে, তা ঠিক না। তিনি এ দেশেরই মানুষ।