বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

ময়মনসিংহে ‘গোপন বৈঠক’ থেকে জামায়াতের ১৯ নেতা গ্রেফতার

ভয়েসবাংলা প্রতিবেদক / ৮২ বার
আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হকসহ (৫০) ১৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নগরের চরপাড়া এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, তারা ওই রেস্টুরেন্টে গোপন বৈঠক করছিলেন। গ্রেফতার অন্যরা হলেন—ওসমান গনি (৪৫), আজিজুর রহমান (৪৩), ফেরদৌস আলম (৪৪), আল আমিন (৩৭), দেলোয়ার হোসেন কুদ্দুস (৩১), তাজুল ইসলাম (৪৫), মো. আসাদুজ্জামান (৪২), শাহিন খান (২৭), মাহমুদুল হাসান শাহিন (৩৮), মাহাবুবুল হাকিম (৪২), মেহেদী হাসান (৩৬), সারোয়ার হোসেন (৪৫), আলমগীর হোসেন (৪২), মো. নাফিজ (৩১), আবু হানিফ (৩৭), ফজলুল করিম ফারুকী (৫২), শেখ আহমেদ আফিফা (৩৮) ও নুরুল হক (৩৮)।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সরকারবিরোধী ষড়যন্ত্র করার উদ্দেশ্যে তারা গোপন বৈঠকে বসেছিলেন। খবর পেয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর