বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

এই অর্থ আমার নয়: পার্থ

ভয়েসবাংলা প্রতিবেদক / ৬১ বার
আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আটক পশ্চিমবঙ্গের বরখাস্ত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতাকে রবিবার আবারও স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। এদিন কলকাতার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে এসে পার্থ বলেন, ‘আমার কোনও অর্থ নেই’।

রবিবার (৩১ জুলাই) সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে ইডি কর্মকর্তাদের গাড়ি বের হতে দেখা যায়। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে তাদের হাসপাতালে নেওয়া হয়। গত শুক্রবার অর্পিতা-পার্থকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকরা অর্পিতার কাছে পৌঁছে যান। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন ছুড়ে দেন অর্পিতার দিকে।

গাড়িতে বসে অর্পিতা কোনও প্রশ্নেরই উত্তর সেভাবে দিতে পারেননি। হাসপাতালে গাড়ি পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন অর্পিতা। কাঁদতে কাঁদতে গাড়ি থেকে পড়ে যান। পাঁয়ে চোট লাগে তার। আর হাসপাতালে প্রবেশের সময় পার্থ চট্টোপাধ্যায় করেছিলেন বিস্ফোরক মন্তব্য। তিনি বলেন, ‘ষড়যন্ত্রের শিকার…’।

দ্বিতীয় দিন, রবিবার। হাসপাতাল যাত্রায় ছিল কড়া নিরাপত্তা। তারই মধ্যে আবারও বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়। এদিনও হুইলচেয়ারে বসিয়ে হাসপাতালে ঢোকানো হয় তাকে। নিরাপত্তার বেষ্টনী টপকে প্রশ্ন ছোড়েন সাংবাদিকরা। পার্থবাবু আপনি কার ষড়যন্ত্রের শিকার? এদিন মৌন থাকেননি সাবেক মন্ত্রী পার্থ। জবাবে বলেন ‘সময় আসলেই বুঝবেন…’। আমার কোনও অর্থ নেই…। সাংবাদিকরা আবারও তাকে প্রশ্ন করেন, ‘আপনার শরীর কেমন রয়েছে?’ বুকে হাত রেখে তার ইঙ্গিতবহ উত্তর, ‘ভাল নেই’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর