শিরোনাম :
অফিস-আদালত খুলছে আজ
পবিত্র ঈদুল ফিতরের ছয় দিনের ছুটি শেষে সরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা খুলছে আজ বৃহস্পতিবার (৫ মে)। ২৯ এপ্রিল থেকে শুরু হওয়া ছুটি শেষ হয়েছে বুধবার।
তবে ৫ মে তথা বৃহস্পতিবারের এক দিনের ঐচ্ছিক ছুটি নিয়েছেন অনেকে। এর সঙ্গে আবার যোগ হবে শুক্র ও শনিবার (৬ ও ৭ মে) সাপ্তাহিক ছুটি। যারা ৫ মে ছুটি নিয়েছেন, তারা টানা ৯ দিনের ছুটি পেয়েছেন। ঢাকার বাইরে ঈদ করতে যাওয়া এসব সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অফিস করবেন আগামী ৮ মে।
উল্লেখ্য, ৩ মে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন হয়েছে। ২৯ ও ৩০ এপ্রিল ছিল যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। পরদিন রবিবার ছিল মে দিবসের সরকারি ছুটি। ২, ৩ ও ৪ মে সোম, মঙ্গল ও বুধবার ছিল ঈদের ছুটি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর