ফুটফুটে এক পুত্রসন্তানের বাবা-মা হলেন সময়ের আলোচিত তারকা জুটি শরিফুল রাজ ও পরীমণি। ১০ আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নতুন অতিথি রাজ্য’র জন্ম হয়। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানিয়েছেন পিতা শরিফুল রাজ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজ বলেন, আলহামদুলিল্লাহ বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। সবাই দোয়া করবেন আমাদের জন্য।
ছবি: আরিফ আহমেদগত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। এরপরই এই দম্পতি জানান, পুত্র হলে তার নাম রাখবেন রাজ্য আর কন্যা হলে রানি।