বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
অভিনয়শিল্পী সংঘের অন্তর্বর্তী প্রধান তারিক আনাম খান নতুন পথে বাংলাদেশ, সংস্কারে দীর্ঘ পথ: দ্য গার্ডিয়ান সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি: মির্জা ফখরুল সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা নয়: আসিফ নজরুল শেখ হাসিনার ভারতে থাকা উচিত: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এস আলম গ্রুপের তথ্য চেয়ে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থার চিঠি অশ্বিন-জাদেজার ব্যাটে চালকের আসনে ভারত সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা জাতীয় প্রেসক্লাবে গঠনতন্ত্র লঙ্ঘনের মাধ্যমে সদস্য পদ দেয়া হয়েছে: শওকত মাহমুদ

মিয়ানমারে ৩৭ শহরে মার্শাল ল জারি

ভয়েস বাংলা রিপোর্ট / ৩৫ বার
আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে দেশটির জান্তা সরকার। এ ঘোষণার পরপরই এবার ৩৭টি শহরে মার্শাল ল জারি করা হলো।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মিয়ানমারের ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। দেশটিতে আগে থেকেই রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে ‘মিথ্যা খবর ছড়ানো’ সবকিছুর জন্য অভিযুক্ত ব্যক্তিদের সামরিক ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের এই আইনে বিচারের জন্য অনুমতি নিতে হবে। এতে বলা হচ্ছে, ৩৭টি শহরে সামরিক ট্রাইব্যুনালের রায়ের জন্য কোনো আপিলের অনুমতি দেওয়া হবে না, যেখানে মৃত্যুদণ্ড আরোপ করা হয়েছে এবং যা অবশ্যই সামরিক প্রধান কর্তৃক অনুমোদিত হতে হবে।

এই আইনটি করার পেছনে যে কারণ বলে ধারণা করা হচ্ছে তা হলো, সামরিক বাহিনী সেই অঞ্চলে প্রতিরোধ বন্ধ করার নতুন উপায় খুঁজছে যেখানে স্থানীয় লোকজন দুই বছর আগে ক্ষমতা দখলের বিরুদ্ধে লড়াই করতে অস্ত্র তুলে নিয়েছিল।

সামরিক আইন জারি করা ৩৭টি শহর, আটটি রাজ্য ও অঞ্চলজুড়ে অবস্থিত। এসব অঞ্চল হলো সাগাইং, চিন, ম্যাগওয়ে, বাগো, মন, কারেন, তানিনথাই এবং কায়া। এর আগে, বুধবার দেশটির সামরিক সরকার ঘোষণা দেয়, জরুরি অবস্থা আরও ৬ মাস বাড়ানো হচ্ছে। ক্ষমতা দখলের পর গত আগস্টে দেশটিতে জরুরি অবস্থা জারি করেছিল মিয়ানমার জান্তা সরকার।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী তার নির্বাচিত সরকারকে উৎখাত করার সময় নোবেল জয়ী সু চি গ্রেফতার হন। সে সময় জান্তা সরকার ক্ষমতা দখল করলেও দেশটির সিংহভাগ জনগণ বিষয়টি মেনে নেয়নি। সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর