সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

সিপিবি’র সভাপতি শাহ আলম ও সম্পাদক প্রিন্স

ভয়েসবাংলা প্রতিবেদক / ৮৬ বার
আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

শুক্রবার সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্বাদশ কংগ্রেসের পর আজ শুক্রবার সকাল ১০টা থেকে সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্বে করেন মুজাহিদুল ইসলাম সেলিম। দুপুরে শেষ হওয়া এ সভায় ৪৩ জনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা নতুন সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদকসহ  ৬ সদস্যের প্রেসিডিয়াম নির্বাচন করেছেন। প্রেসিডিয়ামে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ -সাধারণ সম্পাদকসহ সদস্যরা হলেন— শামসুজ্জামান সেলিম, শাহীন রহমান ও অধ্যাপক এ এন. রাশেদা।

উল্লেখ্য, সিপিবির দ্বাদশ কংগ্রেস (জাতীয় সম্মেলন)-এ প্রতিনিধিদের গোপন ভোটে ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়। গঠনতন্ত্রের বিধান অনুযায়ী, কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় নেতৃত্ব নির্বাচন করা হয়। সভায় আগামী ৬ মার্চ যথাযথ মর্যাদায় পার্টির ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় পার্টির দ্বাদশ কংগ্রেস সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর