সালমান ডাকলেন, দীপিকা রণবীর পাড়ুকোন সিং

চলতি সপ্তাহে শেষ হচ্ছে ‘বিগ বস’-এর ১৫তম সিজন। এবারের শেষ পর্বে বিশেষ অতিথি হিসেবে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। প্রচারণার অংশ হিসেবে তারই এক ঝলক সামনে এলো মঙ্গলবার। গ্র্যান্ড ফিনালের মাত্র ১০ সেকেন্ডের এই টিজার দেখে দর্শকদের চোখ ছানাবড়া! বিশেষ করে কানে যা শোনা গেল- সেটা অবিশ্বাস্য। তাই আগাম অনুমান করা যায়, সালমান খানের সঞ্চালনায় শেষ পর্বটি বি-টাউনে আগুন ধরিয়ে দেওয়ার মতো রসদ রয়েছে। কারণ, ১০ সেকেন্ডের টিজারেই আগুন ধরার অবস্থা নেট দুনিয়ায়। যেখানে সঞ্চালক সালমান খান স্বাগত জানাচ্ছেন দীপিকা পাড়ুকোনকে। করতালির মধ্যে স্টেজে প্রবেশ করেন দীপিকা। এরপরই সালমান তার পরিচয় দেন, ‘দীপিকা রণবীর পাড়ুকোন সিং’ বলে! দীপিকার নামের সঙ্গে তাঁর প্রেমিক রণবীর আর স্বামীর সিং জুড়ে দেন সালমান খান! যা শুনে হতবাক দীপিকা!
উল্লেখ্য, বিয়ের পর অন্যদের মতো স্বামীর পদবি নিজের নামের সঙ্গে জুড়ে নেননি দীপিকা। নিজের পরিচয়েই তৃপ্ত আছেন তিনি। শোনা যাচ্ছে ‘বিগ বস’র গ্র্যান্ড ফিনালেতে দীপিকা ছাড়াও একঝাঁক তারকা অংশ নেবেন। এদিন চলতি সিজনের সব এলিমিনেটেড প্রতিযোগীরাও হাজির থাকবেন মঞ্চে। সেরা সাতের মধ্যে শমিতা, তেজস্বী ও করণই ট্রফি জেতার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন।