সার্চ কমিটির চিঠি গেছে রাজনৈতিক দলগুলোর অফিসে
পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের নাম চেয়ে রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি পাঠিয়েছে সার্চ কমিটি। আগামী শনি ও রবিবার অনুসন্ধান (সার্চ) কমিটি এদের সঙ্গে তিনটি পৃথক বৈঠক করবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।
বুধবার ৯ ফেব্রুয়ারি দুপুরের মধ্যেই এসব চিঠি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অফিসের ঠিকানা ও ই-মেইলে পাঠানো হয়েছে। সার্চ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কমিটিকে সাচিবিক সহায়তা প্রদানকারী মন্ত্রিপরিষদ বিভাগ চিঠি পাঠানোর কাজ সম্পন্ন করেছে।
জানা গেছে, সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী দেশের সুশীল সমাজ, সাংবাদিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের ব্যক্তিদের কাছেও বৈঠকের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানোর কাজ শুরু হয়েছে। কয়েকজনের কাছে চিঠি পাঠানো হলেও পুরো কাজ শেষ হতে কিছু সময় লাগবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কারা পাচ্ছেন এই চিঠি—জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম জানিয়েছেন, তারা সবাই আপনাদের পরিচিত। বিশেষ করে নির্বাচন বিষয়ে যারা কাজকর্ম করেন, অতীতে করেছেন, এ নিয়ে কথাবার্তা বলেন, সুপারিশ, পরামর্শ দেন—মূলত তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। ৬০ জনের কাছে চিঠি পাঠানো সময়সাপেক্ষ। তাই আরও কিছুটা সময় প্রয়োজন হবে।
সূত্র জানায়, ইতোমধ্যে কয়েকজনের কাছে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদের মধ্যে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ উল্লেখযোগ্য।
উল্লেখ্য, ২০১৭ সালে তৎকালীন সার্চ কমিটির প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দুদফা বৈঠক হয়েছিল। প্রথম দফায় সার্চ কমিটি ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করে। তারা হলেন, হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক ড. এসএমএ ফায়েজ, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষক ড. তোফায়েল আহমদ, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক ও পুলিশের সাবেক আইজি নুরুল হুদা। দ্বিতীয় দফায় বৈঠকে অংশ নেওয়া পাঁচ বিশিষ্ট নাগরিক হলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ।
মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দ্বিতীয় বৈঠকে বসে সার্চ কমিটি। বৈঠক শেষ হয় রাত ৮টায়। এর আগে গত রবিবার ৬ ফেব্রুয়ারি প্রথম বৈঠক হয়।
গতকালের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম কমিটির কর্মপরিকল্পনা তুলে ধরে সাংবাদিকদের জানিয়েছিলেন, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং অন্যদের কাছেও নামের প্রস্তাব চাওয়া হবে। তারাও সুপারিশ-পরামর্শ দিতে পারবেন। সুশীল সমাজ, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের ব্যক্তিদের সঙ্গে আগামী শনি ও রবিবার দুই দিনে তিনটি বৈঠক করবে সার্চ কমিটি। তাদের কাছেও চিঠি পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং পৌনে ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত দুটি মিটিং হবে। পরদিন রবিবার বিকাল ৪টায় আবার মিটিং হবে।সচিব বলেন, ৬০ জন ব্যক্তির প্রাথমিক তালিকা করা হয়েছে। এরপরও যদি কেউ বাদ পড়েন, সেই বিষয়টি বিবেচনায় রাখা হবে। সচিব জানিয়েছেন, শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ কার্যালয় খোলা থাকবে।
বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। অনুসন্ধান কমিটির মেয়াদ ১৫ কার্যদিবস। সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন’ ২৭ জানুয়ারি সংসদে পাস হয়। এ আইনের আলোকে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয় গত শনিবার (৫ ফেব্রুয়ারি)। আইন অনুযায়ী, ইসি গঠনে নামের সুপারিশ চূড়ান্তের জন্য অনুসন্ধান কমিটির জন্য সময় ১৫ কার্যদিবস।