সাজিদুরই হেফাজতের মহাসচিব
হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজিদুর রহমানকে পুর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আনোয়ারুল করীম, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী, প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, দাওয়া সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, সহকারী দাওয়া সম্পাদক মাওলানা ওমর ফারুক, মাওলানা মোবারক উল্লাহ, মাওলানা মুসতাক আহমদ ও মাওলানা শাব্বির আহমদ রশীদ।
বৈঠক শেষে হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দিন রব্বানী এ তথ্য নিশ্চিত করে বলেছেন, শনিবার রাতে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের নায়েবে আমীর আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী। খিলগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে মরহুম মহাসচিব আল্লামা নুরুল ইসলাম (রহ.)- এর জন্য বিশেষ দোয়া করা হয়। বৈঠকে ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। এছাড়াও মরহুম মহাসচিব আল্লামা নুরুল ইসলাম (রহ.)- এর জন্য ঢাকা ও চট্টগ্রামে দোয়া মাহফিল করার সিদ্ধান্ত হয়। আগামী ২২ ডিসেম্বর ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় হেফাজতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বৈঠক থেকে কারাবন্দী সব আলেম-ওলামাদের জন্য সারাদেশে সব মসজিদ মাদ্রাসায় বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সব নিরাপদ আলেম-ওলামা ও তৌহিদী জনতার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
গত ২৯ নভেম্বর হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী ইন্তেকাল করেন।