সমুদ্রে হারিয়ে যাওয়ার ২৯ দিন পর উদ্ধার দুই ব্যক্তি
সলোমন আইল্যান্ডের দুই ব্যক্তিকে সমুদ্রে হারিয়ে যাওয়ার ২৯ দিন পর উদ্ধার করা হয়েছে। তাদের জিপিএস ট্র্যাকার বিকল হয়ে গেলে পাপুয়া নিউ গিনির উপকূলে তাদের উদ্ধার করা হয়। তারা যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেখান ৪০০ কিলোমিটার দূরে তাদের পাওয়া গেছে।
লিভায়ে নাঞ্জিকানা ও জুনিয়র কোলোনি সলোমন আইল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় প্রদেশের মনো আইল্যান্ড থেকে ৩ সেপ্টেম্বর সাগরপথে যাত্রা শুরু করেন। তারা ছোট্ট একটি ৬০ হর্সপাওয়ারের মোটরচালিত নৌকা নিয়ে নামেন সাগরে। তাদের পরিকল্পনা ছিল ২০০ কিলোমিটার পাড়ি দিয়ে নিউ জর্জিয়া আইল্যান্ডে পৌঁছা। এর আগেও এই পথ পাড়ি দিয়েছেন তারা। কিন্তু এবার ভাগ্য তাদের সহায় হয়নি। যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ভারি বৃষ্টি ও প্রবল বাতাসের মুখোমুখি হতে হয় তাদের। এতে করে তারা উপকূলীয় এলাকা দেখতে পাননি। অথচ এই উপকূলীয় রেখাকেই নিজেদের পথ নির্দেশক হিসেবে কাজে লাগাচ্ছিলেন তারা। পথ হারিয়ে চলে যান ৪০০ কিলোমিটার দূরে।