শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

সমালোচনা জীবনের অংশ, এটা সহ্য করাও আর্ট: মাশরাফি

ভয়েসবাংলা প্রতিবেদক / ২৯৬ বার
আপডেট : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

টানা হারের বৃত্তে আটকে বাংলাদেশ। সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর ইংল্যান্ডের সামনে তো পাত্তাই পায়নি। ব্যাটিং ব্যর্থতায় ইংলিশদের বিপক্ষে ১২৪ রানে অলআউট হওয়ার পর বোলিংয়ে ব্যর্থ হয়েছেন সাকিব-মোস্তাফিজরা। ফলে ইংলিশরা ৩৫ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পেয়েছে। বাজে হারের পরও মাহমুদউল্লাহ-মুশফিকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা। আজ বুধবার ম্যাচ শেষে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে তেমনটাই জানিয়েছেন এই পেসার।

পোস্টের শুরুতেই সবার সমালোচনা ক্রিকেটারদের সহজভাবে নেওয়ার আহ্বান তার, সমালোচনা জীবনের একটা অংশ, এটা সহ্য করাও একটা আর্ট। যে যত সমালোচনা নিতে পারে সে তত ভালো থাকে। ঠিক এই মুহূর্তে তোমাদের সমালোচনা সবাই করবে, এমনকি আমিও, তাতে তোমাদের কিছু যায়-আসার কথা নয়। শুধু তোমাদের চিন্তা করা উচিত তোমরা কী করতে চেয়েছিলে আর তা কেন করতে পারোনি। পরের ম্যাচে যেন সেরাটা দিতে পারো সেই চিন্তা করা শুরু করো। কারণ, পরের ম্যাচটাও তোমরা বাংলাদেশের জন্যই খেলবে আর দেশের সবাই আবার নতুন কোনও আশা নিয়ে খেলা দেখতে বসবে। মাঝখান দিয়ে হয়তো কেউ গঠনমূলক সমালোচনা অথবা আরও বেশি নেতিবাচক কথা বলবে। এরপরই মাশরাফি মাঠের পারফরম্যান্সকে পেছনে ফেলে মাহমুদউল্লাহদের সঙ্গে থাকার ঘোষণা দেন, তোমাদের ভালোবাসে বলেই এত কথা বলে, নেক্সট ম্যাচেই সেরাটা দিয়ে জিতে আসলে, দেখবা সবাই আনন্দে পেছনের জিনিস ভুলে যাবে। একমাত্র ইতিবাচক মানসিকতাই সেরাটা বের করে আনতে পারবে আমার বিশ্বাস। মাঠে যা কিছুই ঘটুক না কেন, তোমাদের পাশেই আছি। মনপ্রাণ দিয়েই থাকবো। সবাই বিশ্বাস করে তোমরাই আনন্দের উপলক্ষ।

ইংল্যান্ডের বিপক্ষে বাজে দিন ভুলে যাওয়ার পরামর্শও দিয়েছেন সাবেক এই অধিনায়ক, বাজে দিন ভুলে যাওয়াই উত্তম, তবে বাজে দিন যে শিক্ষা দিয়ে যাবে তা মনে রাখা আরও উত্তম। গুডলাক বাংলাদেশ ক্রিকেট। আল্লাহ ভরসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর