শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান আইভীর

ভয়েসবাংলা প্রতিবেদক / ২৬২ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

সেলিনা হায়াৎ আইভী বলেন, যতই ষড়যন্ত্র হোক না কেন, এই ষড়যন্ত্র ছিন্ন করে আমরা আমাদের উন্নয়ন অব্যাহত রাখব। নারীর ক্ষমতায়নের যে ধারা অব্যাহত রয়েছে, আমরা তা ধরে রাখব। সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। সব শ্রেণির মানুষ সরকারের সুবিধা পাচ্ছে। আমরা ২০২৩ সালে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দেখতে চাই।

নবনির্বাচিত মেয়র বলেন, অনেকে অনেক সময় নানা কথা বলেন, সরকার কী করছে? আমি বলব, সরকার অনেক কিছু করছে। বীর মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করছে, নারীর ক্ষমতায়ন, শিশুদের সুরক্ষা, প্রতিবন্ধীদের জন্য নানা সুবিধাসহ নানা কার্যক্রম করছে। সরকারের যত উন্নয়নকাজ চলমান রয়েছে, সেগুলো চলবে। তারপরও একটি মহল কিন্তু বসে নেই, তারা ষড়যন্ত্র করে যাচ্ছে কীভাবে সরকারকে ছোট করা যায়। সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাদের সবাইকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

মেয়র আইভী বলেন, আমরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বীর মুক্তিযোদ্ধাদের কর আগেই মওকুফ করে দিয়েছি। ভবিষ্যতে পানির বিলও মওকুফ করে দেব। তা ছাড়া বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রতিটি কবরস্থানে ১০ শতাংশ জায়গার চারপাশে দেয়াল করে দিয়েছি।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষায় প্রতিটি এলাকার সড়কের নাম বীর মুক্তিযোদ্ধাদের নামে করার জন্য আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর