শাহরুখকেও ফাঁসিয়েছিলেন এনসিবি কর্মকর্তা এই সমীর
ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের ফাঁদে পড়ে গ্রেফতার হয়েছেন আরিয়ান খান। বর্তমানে কারাগারে কাটছে তার দিন। তবে শুধু ছেলে নয়, শাহরুখ খান নিজেও একবার এই কর্মকর্তার কারণে বিপদে পড়েছিলেন।
আনন্দবাজার জানায়, প্রায় ১০ বছর আগে বিদেশে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরছিলেন শাহরুখ। তখন বিমানবন্দরে পা রাখতেই বলিউডের ‘বাদশা’কে আটকে দেন শুল্ক বিভাগের কর্মকর্তা সমীর। তখন তিনি শুল্ক বিভাগের ডেপুটি কালেক্টর ছিলেন।
বিমানবন্দরে শাহরুখকে আটকে রেখে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন সমীর। জানা যায়, হল্যান্ড এবং লন্ডন থেকে অতিরিক্ত কেনাকাটা করে ফেলেছিলেন শাহরুখ এবং তার পরিবার। ২০টি ব্যাগ বোঝাই করে জিনিসপত্র নিয়ে এসেছিলেন তারা। নিয়ম ভেঙে পার পাননি স্বয়ং শাহরুখ। তখন দেড় লাখ টাকা জরিমানা গুণতে হয়েছিল তাকে।তবে এই অভিযোগে তখন কারাগারে যেতে হয়নি শাহরুখ খান ও তার পরিবারকে। জরিমানা দিয়েই রক্ষা পান তারা।