সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

রুশ বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে নিজেকে উড়িয়ে দিলেন ইউক্রেনীয় বীরসেনা

ভয়েসবাংলা প্রতিবেদক / ৯৪ বার
আপডেট : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

রুশ বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে একটি সেতু ধ্বংস করতে নিজেকে উড়িয়ে দিয়েছেন ইউক্রেনের এক সেনা। শুক্রবার এই ঘটনার পর তাকে বীর আখ্যা দিয়ে প্রশংসা ভাসাচ্ছেন ইউক্রেনের মানুষ।

শুক্রবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ফেসবুক পেজে ভিটালি স্কাকুন ভলোদিমিরোভিচ নামে এই সেনা সদস্যের আত্মত্যাগের কথা জানানো হয়। ভলোদিমিরোভিচের এই বীরোচিত কাজের ব্যাপক প্রশংসা করে জানানো হয়, হেনিচেস্ক শহরের একটি সেতু ওড়াতে নিজেকে ব্যবহার করেন তিনি। শহরটি ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলে অবস্থিত। ওই এলাকা ছাড়াও ইউক্রেনের বহু এলাকায় রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। বৃহস্পতিবার ভোরে রুশ হামলা শুরুর পরই প্রতিরোধ যুদ্ধ শুরু করে ইউক্রেনীয় সেনারা। শুক্রবার সকালেতিন দিক দিয়ে রাজধানী কিয়েভে হামলা শুরু করে রুশ বাহিনী। রুশ বাহিনী খেরসন অঞ্চলের দিকে আগাতে থাকলেও ভলোদিমিরোভিচ সেতু উড়িয়ে দেওয়ায় ধীর হয়ে যায় তাদের গতি। ফলে ইউক্রেনীয় সেনারা সরে গিয়ে প্রতিরক্ষা পুনর্বিন্যাসে সক্ষম হয় বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। শেষ পর্যন্ত অবশ্য খেরসনে ঢুকে পড়েছে রুশ বাহিনী।

ফেসবুক পোস্টে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে, হেনিচেস্ক সেতুতে মাইন বসাতে সক্ষম হয় তাদের সেনারা। তবে রুশ বাহিনী আগাতে থাকলে মাইনটি দূর থেকে বিস্ফোরণ ঘটানোর সময় ছিল না তাদের হাতে। সেই সময় আরেকটি ব্যাটেলিয়ন থেকে এগিয়ে আসেন সামরিক প্রকৌশলী ভলোদিমিরোভিচ। তিনি মাইন বসানো ইউনিটের সঙ্গে রেডিও যোগাযোগ স্থাপন করে নিজেই মাইনটি বিস্ফোরণ ঘটানোর আগ্রহ প্রকাশ করেন।

সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেন, কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। আমাদের ভাই প্রাণ দেন। তার বীরোচিত কাজ শত্রুদের অগ্রযাত্রা গুরুতরভাবে ধীর করে দেয়, এর ফলে ইউনিটটি পুনরায় মোতায়েন করা এবং প্রতিরক্ষা পুনর্বিন্যাস করা সম্ভব হয়।

পোস্টের শেষে বলা হয়, রুশ দখলদাররা জেনে রাখো তোমাদের পায়ের নিচের মাটি জ্বলবে! প্রাণ থাকা পর্যন্ত আমরা লড়বো! যতক্ষণ জীবিত থাকবো ততক্ষণ আমরা লড়ে যাবো!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর