সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

রাতে পিএসজির মাঠে ব্যালন ডি’অর প্রদর্শন করবেন মেসি

ভয়েসবাংলা প্রতিবেদক / ১২৪ বার
আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

ফরাসি ক্লাব পিএসজির প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। ব্যক্তিগত অর্জনে এটি তার সপ্তম ব্যালন ডি’অর হলেও ক্লাবের জন্য প্রথম। আর তাই ক্লাবের কাছে এর গুরুত্ব অনেক বেশি। তাই বুধবার রাতে নিসের বিপক্ষে ম্যাচের আগে ব্যালন ডি’অরটি প্রদর্শন করবেন মেসি।

লিগ ওয়ানে নিসের বিপক্ষে ম্যাচটির জন্য ইতোমধ্যে ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। ইনজুরিতে পড়া নেইমার জুনিয়র নেই স্কোয়াডে। স্কোয়াডে রয়েছে সদ্য ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি। তবে  গত ম্যাচে ক্লাবটির হয়ে অভিষেক হওয়া সার্জিও রামোস নেই এই ম্যাচের স্কোয়াডে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডে রানারআপ হওয়া পিএসজি লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে। এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে ১৩টিতে জিতেছে পিএসজি। অন্যদিকে, নিস তাদের ১৫ ম্যাচের ৮ জিতেছে, ৪টিতে হেরেছে, বাকি ৩টি ম্যাচ করেছে। পয়েন্ট তালিকায় পিএসজি শীর্ষে, নিস তিনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর