সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

মুনমুন সেনের বাড়িতে তাণ্ডব, গ্রেফতার ৪

রিপোর্টার / ১৫৫ বার
আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূল নেত্রী মুনমুন সেনের বাড়িতে তাণ্ডব চালিয়েছে একদল দুষ্কৃতিকারী। এ ঘটনায় অভিনেত্রীর অভিযোগের বিরুদ্ধে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, শনিবার (০৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আচমকা মুনমুন সেনের অ্যাপার্টমেন্টে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে ১০ থেকে ১৫ জন দুষ্কৃতিকারী। সেখানকার কর্মচারীরা তাদের বাঁধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করে দুষ্কৃতীরা। তাদের মারধরও করা হয়। ঘটনায় কার্তিক, বুদ্ধ ও শংকর নামের তিনজন আহত হন।

ঘটনাটির পরই বালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানান মুনমুন সেন। তার অভিযোগের ভিত্তিতে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন বান্টি নস্কর (২১), বিশাল নস্কর (১৮), রোহন রাম (১৯) ও রোহিত রাম (২৪)।  তাদেরকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার আবেদন জানিয়েছে পুলিশ।

কীভাবে যাবতীয় নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে ওই ব্যক্তি বাড়ির মধ্যে ঢুকে আসে তাই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

২০১৪ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বাঁকুড়া কেন্দ্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মুনমুন সেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর