শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন

মিয়ানমার ইস্যুতে জাপানের প্রতি যে আহ্বান এইচআরডব্লিউর

ভয়েসবাংলা ডেস্ক / ৩০৭ বার
আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

মিয়ানমারে সামরিক বিনিময় স্থগিতে জাপানের প্রতি জোর আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সোমবার মানবাধিকার সংস্থাটি বিবৃতিতে জাপানকে সামরিক প্রশিক্ষণ এবং বিদেশ কর্মসূচি বন্ধের আহ্বান জানায়। জাপানের কাছ থেকে মিয়ানমারের ক্যাডেটরা যুদ্ধ প্রশিক্ষণ নিয়ে আসছে।

বার্তা সংস্থা রয়র্টাস জানিয়েছে, দুই দেশের মধ্যে একাডেমিক বিনিময় কর্মসূচি রয়েছে। যার অধীনে মিয়ানমারের সামরিক বাহিনীর অনেক ক্যাডেট জাপানের জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে অধ্যয়নরত।

বিবৃতিতে এইচআরডব্লিউ জানায়, খুবই দুঃখজনক যে জাপান যখন মিয়ানমার ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে তখন তাদের সশস্ত্র বাহিনী জনগণের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে লিপ্ত। মানবাধিকার সংস্থাটির এমন আহ্বানের পর জাপানের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ১ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে মানবাধিকার অপরাধ করে আসছে জান্তা সরকার। অব্যাহত জান্তা বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন এক হাজার তিনশর বেশি মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর