মারিউপোলে নিহতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে দেশটির মারিউপোল শহরে নিহতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গেছে। সোমবার এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরেস্টোভিচ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে অলেক্সি আরেস্টোভিচ বলেন, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে কৃষ্ণ সাগরের বন্দর শহর মারিউপোলের আড়াই হাজারেও বেশি বাসিন্দাকে হত্যা করা হয়েছে। অলেক্সি আরেস্টোভিচ জানান, মারিউপোল শহর প্রশাসনের করা পরিসংখ্যানের ভিত্তিতেই তিনি এ সংখ্যা জানিয়েছেন।
অবরুদ্ধ শহরটিতে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার জন্যও তিনি রুশ বাহিনীকে অভিযুক্ত করেছেন। যদিও রাশিয়ার দাবি, তারা বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করে না।