ব্রুনাইয়ের সুলতান: একবার চুল কাটাতেই খরচ ২০ হাজার ডলার
তৃতীয় হাসানাল বোকাইয়া ইবনি ওমর আলি সাইফউদ্দিন, এটাই তার আনুষ্ঠানিক নাম। তবে বিশ্ব তাকে চেনে হাসানাল বলকিয়া নামে। মালয়েশিয়া ও দক্ষিণ চীন সাগরে ঘেরা বোর্নিয়ো দ্বীপের ছোট্ট দেশ ব্রুনাইয়ের সুলতান তিনি। ব্রুনাইয়ের প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি দেশটির একাধিক মন্ত্রণালয়ের প্রধানও তিনি। বিশ্বজুড়ে খরচ করা নেতাদের মধ্যে তিনি একজন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিলাসী এই সুলতান মাসে অন্তত একবার চুল কাটান। এতে তার খরচ হয় ২০ হাজার ডলার বা ১৭ লাখ ২১ হাজার টাকা। লন্ডন থেকে আসেন তার হেয়ারড্রেসার বা নাপিত। তাকে বিমানভাড়া হিসেবে ১২ হাজার ডলার দিতে হয়।
ব্রুনাইয়ের ৯২তম সুলতান বলকিয়ার মোট সম্পদের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার। ১১০টি গ্যারেজে রয়েছে প্রায় ৭ হাজার গাড়ি। এতে ৫০০টি রোলস রয়েস এবং ৩০০টি ফেরারি, সব মিলিয়ে যার দাম ৫০০ কোটি ডলারের বেশি। সেই সঙ্গে রয়েছে একাধিক বিলাসবহুল প্রাইভেট জেট। আছে সোনায় মোড়া বোয়িং ৭৪৭-৪০০ বা এয়ারবাস এ৩৪০-২০০ জেটও। এই শাসকের প্রাসাদও জমকালো। সেখানে রয়েছে ১ হাজার ৭০০ কক্ষ। ২৫৭টি বাথরুম। সঙ্গে পাঁচটি সুইমিং পুল। পাশাপাশি ১১০টি গ্যারেজ এবং ২০০ ঘোড়ার জন্য শীতাতপনিয়ন্ত্রিত আস্তাবল।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় পঞ্চম-শীর্ষ তেল উৎপাদনকারী দেশ ব্রুনাই। অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি সুলতান হাসানাল বলকিয়াকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করেছে। ১৯৮৮ সালে ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তিনি।