বিসিবিকে সাকিবের চিঠি, যেতে চান না নিউজিল্যান্ড সফরে
মৌখিকভাবে নিউজিল্যান্ড সফরে না যাওয়ার কথা আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছিলেন সাকিব। কিন্তু ঠিক কী কারণে সাকিব নিউজিল্যান্ড যেতে চাইছেন না, সেটি লিখিতভাবে বিসিবিকে জানাননি। তবে দল ঘোষণার ঘণ্টাখানেক পর আনুষ্ঠানিকভাবে ‘পারিবারিক কারণ’ দেখিয়ে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘সাকিব নিউজিল্যান্ড সফরে ছুটি চেয়ে আবেদন করেছে। আমরা এ ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেবো।’ সাকিব এ পর্যন্ত চারবার আবেদন করে তিনবার ছুটি পেয়েছেন। এর আগে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সিরিজে তার ছুুটি মঞ্জুর হয়েছিল। ফের ছুটি চাইলেন বিশ্বসেরা এই ক্রিকেটার।
নিউজিল্যান্ড সফরের দল ঘোষণার আগে মৌখিকভাবে ছুটি চাওয়াতে বিসিবি তার ছুটি নিয়ে চিন্তা করেনি। তাকে রেখেই ১৮ জনের দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, ‘সাকিব আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই সাকিব থাকবে ধরে নিয়েই দল দিয়েছি।’
দল ঘোষণার আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও এমনটাই বলেছিলেন, ‘অফিসিয়ালি সে (সাকিব) কিছু বলেনি। তবে আনঅফিসিয়ালি সে বলেছে। আমি বলেছি, অফিসিয়ালি জানাতে। তারপর সিদ্ধান্ত। কেন ছুটি চাচ্ছে, এর একটা কারণ তো দিতে হবে।’ এ ব্যাপারে জানতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানকে মুঠোফোন কল দেওয়া হলেও তারা রিসিভ করেননি। জানা গেছে, পারিবারিক কারণেই নিউজিল্যান্ড সফরে যেতে চাইছেন না সাকিব। এখন দেখার বিষয়, বিসিবি তার ছুটির আবেদন মঞ্জুর করে কিনা! হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই ছিটকে যান সাকিব। তার চোটের ধরন ছিল গ্রেড-১। ফলে দুবাই থেকে সোজা চলে যান যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের কাছে। সেখানে চলে তার পুনর্বাসন প্রক্রিয়া। কয়েক সপ্তাহ বিশ্রাম নিয়ে চট্টগ্রাম টেস্টের আগে দেশে ফেরেন। চট্টগ্রাম টেস্ট খেলতে না পারলেও খেলছেন ঢাকা টেস্টে।
৯ ডিসেম্বর সকালে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সফরে দুটি টেস্ট খেলবে মুমিনুল হকরা। চলতি বছর ফেব্রুয়ারি-মার্চে সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ দল। সেবার ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হলেও এবার সাত দিনের কোয়ারেন্টিন করতে হবে।