বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:০০ অপরাহ্ন

বিপিএল: ফরচুন বরিশালে করোনার হানা

ভয়েসবাংলা প্রতিবেদক / ৩১৫ বার
আপডেট : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) করোনাভাইরাস থাবা বসিয়েছে আগেই। এবার প্রাণঘাতী ভাইরাসের হানা ফরচুন বরিশালে। এই ফ্র্যাঞ্চাইজির তিনজন করোনা পজিটিভ হয়েছেন।

আজ (শুক্রবার) বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে বরিশাল। তাদের একাদশ দেখে বিস্মিত হওয়াই স্বাভাবিক। জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের বদলে কিপার হিসেবে রাখা হয়েছে ইরফান শুক্কুরকে! ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জাগে, কেন নেই সোহান? বিষয়টি নিয়ে শুরুতে লুকোচুরি খেলে বিসিবি ও বরিশালের টিম ম্যানেজমেন্ট। ঘণ্টাখানেক পর আনুষ্ঠানিকভাবে বরিশাল প্রথমে জানায়, করোনায় আক্রান্ত সোহান। পরে আবার নতুন বিবৃতিতে জানানো হয় নেগেটিভ হয়েছেন এই উইকেটকিপার, আগামীকাল (শনিবার) আবার পরীক্ষা করানো হবে সোহানকে। তিনি একা নন, বরিশালের আরও এক ক্রিকেটার মুনিম শাহরিয়ার ও ব্যাটিং কোচ নাজমুল আবেদীন ফাহিম প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত। এই দুজনের গত ১৮ জানুয়ারি করোনা পরীক্ষা করা হয়, সেখানেই তারা পজিটিভ হন। অন্যদিকে ১৭ জানুয়ারি করা পরীক্ষায় পজিটিভ হন সোহান। আগামীকাল (শনিবার) আবার টেস্ট করানো হবে তার। এখন এই উইকেটকিপারের সঙ্গে আক্রান্ত বাকি দুজনকে আইসোলেশনে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর