বিখ্যাত শুটিং স্পটে নিগার-জাহানারাদের আনন্দ ভ্রমণ
বিখ্যাত দ্য হবিট সিরিজের চিত্রায়ন হয়েছে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের শহর মাটামাটার অবস্থিত হবিটন সেটে। মঙ্গলবার সেখানেই দারুণ সময় কাটিয়েছে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারানো বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ নারী দলের পরের ম্যাচ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই ম্যাচের আগে মঙ্গলবার পুরো দল বিশ্রামে কাটিয়েছে। এদিন বিখ্যাত শুটিং স্পট ঘুরে বেরিয়েছেন নিগার সুলতানা-জাহানারা আলমরা।
নারী বিশ্বকাপে শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ চতুর্থ ম্যাচ খেলতে নামবে। ক্যারিবিয়ানদের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ খেললেও কখনোই ওয়ানডে খেলা হয়নি লাল-সবুজ জার্সিধারীদের। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় ম্যাচটি শুরু হবে।
সোমবার পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতেছে বাংলাদেশের মেয়েরা। ঐতিহাসিক এই জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ বাকি ম্যাচগুলোতে ভালো খেলতে মুখিয়ে।
অধিনায়ক নিগার পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয়টি থেকেই আত্মবিশ্বাসের রসদ নিতে চান। জয়ের আত্মবিশ্বাসের সঙ্গে মনে সৌন্দর্যের রং ছিটিয়ে নিজেদের আরও চাঙা করে নিতেই ছুটি কাটিয়েছে গোটা দল।